শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়  সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে চার লাখ টাকার গরু জব্দ

 

স্বপ্না আক্তার, নীলফামারী

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ছয়টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় একশ গজ ভেতরে বাংলাদেশ অভ্যন্তরে এসব গরু আটক করা হয়। রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বড়শশী বিওপির একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারত থেকে অবৈধ পথে আনা মালিকবিহীন ছয়টি গরু আটক করতে সক্ষম হয় তারা। আটক গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বলেন, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালান দমনে বিজিবির জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি জানান।

সম্পর্কিত