নীলফামারী প্রতিনিধি :
পঞ্চগড়ের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে চারটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। (২৭ নভেম্বর বৃহস্পতিবার ২০২৫) আনুমানিক ভোর ০৫:৪০ ঘটিকায় বিজিবির ৫৬ বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পঞ্চগড়ের বোদা উপজেলার ডাকুয়ার-লাহেরীপাড়া ইউনিয়নের ৭৭০/১-এস সীমান্তের আনুমানিক ১০০ গজ ভেতরে, ৪ নম্বর কালীপাড়া কজলদিঘী সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারকৃত গরু আনার চেষ্টা করা হলে বিজিবির টহল দল তা টের পেয়ে অভিযান চালায়। পরে চারটি মালিকবিহীন ভারতীয় গরু জব্দ করা হয়।
বিজিবি ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল,শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের চোরাচালান যেন সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল,শেখ মোহাম্মদ বদরুদ্দোজা
তিনি আরও বলেন, চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় থাকবে।













