মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের জঙলী পাড়ায় সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৩ জুলাই) বিকেলে ডিমলা উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে উপজেলা শহরের থানার মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল। এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু, জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক ওদীপ্তমান বাংলাদেশের সম্পাদক আব্দুল মমিন, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, গত ৮ জুলাই স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ সহ কয়েকজন সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করতে গেলে লক্ষিচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান ও তার লোকজন তাদের ওপর হামলা চালায়। তারা সাংবাদিকদের ঘিরে ধরে টানাহেঁচড়া করে এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানার ক্যামেরা ছিনিয়ে নেয়। এ সময় চেয়ারম্যান স্বপ্না আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন। পরে স্বজন ও সহকর্মীরা গিয়ে আহত স্বপ্না আক্তারকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন।

বক্তারা নীলফামারী সদর থানার মামলাটি নিয়ে টালবাহানা বন্ধ করে, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে মামলার আইও পরিবর্তনের দাবি তোলেন তারা।

সম্পর্কিত