বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচন আমাদের অভ্যন্তরীণ বিষয়, গণতন্ত্র পুনর্গঠনে সচেষ্ট সরকার: প্রেস সচিব

মোঃ মকবুলার রহমান,স্টাফ রিপোর্টারঃ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় নির্বাচন সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে বাইরের কোনো হস্তক্ষেপ কাম্য নয়। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচন নিয়ে আমাদের জনগণের ইচ্ছার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত।”

ভারতের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগের দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এখনো জাতির মনে গভীর ক্ষত সৃষ্টি করে রেখেছে।”

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে পেছনে ঠেলে দিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে একক শাসন কায়েম করেছে, যার ফলে দেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়েছে এবং সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। তার ভাষায়, “জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং জুলাই আন্দোলনের কর্মী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা জরুরি হয়ে উঠেছে।”

নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগ বারবার প্রহসনের মাধ্যমে নির্বাচনপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে।”

তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে একটি নতুন সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত