মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

উজ্জ্বল রায়, নড়াইলঃনড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সজল শেখ (৩৪) ও মোঃ জুয়েল শেখ (৪২) নামের ০২জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সজল শেখ (৩৪) নড়াইল জেলার কালিয়া থানাধীন পেড়লী গ্রামের আজাহার শেখের ছেলে এবং মোঃ জুয়েল শেখ (৪২) একই গ্রামের মোতালেব শেখের ছেলে।

উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, মন্গলবার (২ জানুয়ারি) বিকালে দিকে নড়াইল জেলার কালিয়া থানাধীন ১১নং পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের ধৃত আসামি জুয়েল শেখের বাড়ির পশ্চিম পাশে ফাঁকা জায়গা থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার শামীম উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সজল শেখ (৩৪) ও মোঃ জুয়েল শেখ (৪২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে ছাব্বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত