বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি ঃরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ মোঃ সাগর হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সে মাদারীপুর জেলার রাজৈর থানার বেপারী পাড়ার মৃত আব্দুল আজিজ বেপারীর ছেলে এবং বর্তমানে ঢাকার মিরপুর এলাকার তিন কন্যা ভবনে বসবাস করেন।

গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ আব্বাস উদ্দিন নেতৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়ার যৌনপল্লীর আলেয়ার গেট সংলগ্ন গলি থেকে তাকে ১৫ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেপ্তার করে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে বুধবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত