 বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি :
বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধাম প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য “২০ সহস্রাধিক কণ্ঠে পবিত্র গীতা পাঠ” অনুষ্ঠানকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু হরিশ চন্দ্র রায়ের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি ও দেবীগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ উমাপতি রায়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ তবারক হ্যাপী, পৌর জামায়াতে ইসলামীর আমীর শেখ ফরিদ, উপজেলা নাগরিক কমিটির সমন্বয়ক মাসুদ পারভেজ এবং দেবীডুবা ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু সরকার।
বক্তারা বলেন, “ধর্মীয় সম্প্রীতির এই ঐতিহ্য আমাদের গর্ব। অতীতের মতো ভবিষ্যতেও পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে আমরা সকল ধর্মীয় কর্মকাণ্ডে একযোগে অংশগ্রহণ করব।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ উমাপতি রায় বলেন,
“শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। আসন্ন ২০ সহস্রাধিক কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানকে ঘিরে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। সকল ধর্ম-বর্ণের মানুষের মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে বলে আমি আশাবাদী।”
প্রস্তুতি সভায় আয়োজক কমিটির সদস্য বিমল কুমার রায়, বিশ্বজিৎ রায়, সুমন্ত রায়, কমলাকান্ত রায়, স্বপন রায়সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর সকাল ৯টায় শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামের সুবিশাল প্রাঙ্গণে ২০ সহস্রাধিক ভক্তের সমবেত কণ্ঠে পবিত্র গীতা পাঠ ও পিতৃ-মাতৃ পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও দিনব্যাপী ধর্মীয় আলোচনা ও কীর্তনাদি অনুষ্ঠিত হবে।
 
				









