বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন, রংপুর এরিয়া ২২২ ব্রিগেডের অধীনস্থ ২৯ বীর-এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শীতার্ত ৪০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সাকিব হাসান ও ওয়ারেন্ট অফিসার মো. সামসুল কবিরসহ বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের তীব্রতায় দরিদ্র মানুষের জন্য এ সহায়তা অত্যন্ত সহায়ক হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।












