রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত শীতবস্ত্র বিতরণ

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন, রংপুর এরিয়া ২২২ ব্রিগেডের অধীনস্থ ২৯ বীর-এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শীতার্ত ৪০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সাকিব হাসান ও ওয়ারেন্ট অফিসার মো. সামসুল কবিরসহ বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের তীব্রতায় দরিদ্র মানুষের জন্য এ সহায়তা অত্যন্ত সহায়ক হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

সম্পর্কিত