বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্ডাল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকিব এর নেতৃত্বে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের মধ্য শিকারপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের পরিদর্শক এ এস এম মইনুদ্দিন কবীরসহ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন মধ্য শিকারপুর এলাকার আমিনুর ইসলাম (৩৫) ও শফিকুল ইসলাম (৫৫)। শফিকুল ইসলাম শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও সাবেক কৃষক লীগ নেতা। যৌথবাহিনীর দাবি, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
যৌথবাহিনীর অভিযানে শালডাঙ্গা ইউনিয়নের মধ্য শিকারপুর থেকে ইউপি সদস্য শফিকুল ইসলাম ও আমিনুর ইসলামকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এ এস এম মইনুদ্দিন কবীর বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা করেন।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার তদন্ত ওসি প্রবীর কুমার সরকার বলেন, “যৌথবাহিনীর অভিযানে একজন ইউপি সদস্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে”।











