মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ট্যাপেন্টাডলসহ ২ যুবক আটক

দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ট্যাপেন্টাডলসহ ২ যুবক আটকবিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও দেবীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ও থানা পুলিশের একটি যৌথ দল সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ক্লাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন একই এলাকার মোঃ নাইস ইসলাম রাকিব (২৩) এবং নুরুর বাজারের শিকদারপাড়া এলাকার মো. নাঈম ইসলাম (২২)।

ডিএনসি জেলা কার্যালয়ের পরিদর্শক এ.এস.এম মঈন কবিরের নেতৃত্বে প্রথমে রাকিবের বাড়ির শয়নকক্ষ তল্লাশি করে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। এরপর নাঈম ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি রিয়েলমি ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, জব্দ করা মোট ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজনই ট্যাবলেট বিক্রির বিষয়টি স্বীকার করেছেন।

স্থানীয়রা জানান, ক্লাবগঞ্জ বাজার এলাকায় কিছুদিন ধরে গোপনে এই নিষিদ্ধ ট্যাবলেটের কেনাবেচা চলছে বলে এলাকাবাসীর সন্দেহ ছিল। বিষয়টি ডিএনসি’র নজরে এলে অনুসন্ধানের পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালীন এলাকাবাসী ডিএনসি’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানান।

ডিএনসি পরিদর্শক মঈন কবির বলেন, “এই ট্যাপেন্টাডল মূলত ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হলেও অতিরিক্ত সেবনে এটি নেশাজনিত প্রভাব সৃষ্টি করে। আইনগত অনুমতি ছাড়া এই ওষুধ বিক্রি ও বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।”

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সমাজ থেকে মাদক নির্মূলের জন্য এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত জরুরি।”

সম্পর্কিত