সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাজার-খরচ করে বাড়ি ফেরার পথে পাথর বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

নিহত স্কুল শিক্ষার্থী সঞ্জয় চন্দ্র রায় (১৪) উপজেলার পামুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং
অনিক চন্দ্র রায়(১৩) লক্ষীরহাটের একটি ওয়ার্কশপের কর্মচারী। সঞ্জয় উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে এবং অনিক চন্দ্র রায় একই এলাকার অতুল বর্মনের ছেলে। তারা দুইজন সম্পর্কে কাকা- ভাতিজা হন।

বৃহস্পতিবার (৮ মে) রাত আটটায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার সংলগ্ন চার-তলার মোড় এলাকায় এশিয়ান হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সঞ্জয় চন্দ্র রায় বাজার খরচ করার জন্য পাশ্ববর্তী লক্ষীরহাটে যায়। খরচ করা শেষ হলে সমবয়সী চাচা অনিক চন্দ্র রায়সহ বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে লক্ষীরহাট চার তলার মোড় নামক স্থানে পঞ্চগড় থেকে একটি পাথর বোঝাই ট্রাক সঞ্জয়দের পিছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সঞ্জয় ও অনিক। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা ঘাতক ট্রাকটির ড্রাইভার ও হেল্পারকে আটক করে রাখে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ড্রাইভার মোঃ আব্দুল হালিম (৬০) এবং হেল্পার মোঃ জাহিদ হাসান (২৫) কে আটক করে থানায় নিয়ে আসে। এসময় ঢাকা মেট্রো- ট- ১৬১১৯৮ নাম্বারের পাথর বোঝাই ঘাতক ট্রাকটিও আটক করা হয়।

আটক মোঃ আব্দুল হালিম ঢাকা আমিন বাজার এলাকার বড়দেশী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং মোঃ জাহিদ হাসান রংপুরের মিঠাপুকুর উপজেলার কালীগঞ্জ এলাকার মোঃ জহুরুল ইসলামের ছেলে।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, লক্ষীর হাট নামক স্থানে ট্রাক চাপায় দুই জন কিশোরের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক, ট্রাকের চালক এবং সহকারীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত