সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে পারিবারিক কলহে দু ভাইয়ের সংঘর্ষে গৃহবধুর মৃত্যু

 

দেবীগঞ্জে পারিবারিক কলহে দু ভাইয়ের সংঘর্ষে গৃহবধুর মৃত্যুবিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের দেবীগঞ্জে টিউবওয়েলের পানির প্রবাহ নিয়ে পারিবারিক দ্বন্দের সংঘর্ষে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) ভোর বেলা উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের খারিজা গুয়াগ্রাম এলাকার বাসিন্দা ফরিদুল ইসলামের স্ত্রী আঞ্জুয়ারা বেগম(৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এর আগে গত ২২ অক্টোবর দুপুরে একই এলাকার ফরিদুল ইসলাম ও বড় ভাই রহিদুল ইসলামের মধ্যে টিউবওয়েলের পানি বাড়িতে প্রবেশ করাকে কেন্দ্র করে তর্ক বিতর্ক শুরু হয়। একসময় সেই তর্কে তাদের স্ত্রীরাও জড়িয়ে পড়ে। একপর্যায়ে রহিদুল ক্ষিপ্ত হয়ে শাবল দিয়ে ছোট ভাই ফরিদুলের স্ত্রী আঞ্জুআরার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের লোকজন আহত আঞ্জুয়ারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আঞ্জুয়ারা বেগম আজ ভোর বেলা মৃত্যুবরণ করেন।

নিহতের ভাই জামান সানাই জানান, বিকেল পর্যন্ত ময়নাতদন্ত শেষ না হওয়ায় মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় ২৩ অক্টোবর দেবীগঞ্জ থানায় বড় ভাই রহিদুল ইসলামকে প্রধান আসামি করে আরও সাতজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় আঞ্জুয়ারা বেগমের নিহতের সংবাদটির সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোয়েল রানা বলেন, “ঘটনার দিনই প্রধান আসামি রহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মৃত্যুর বিষয়টি আদালতে লিখিতভাবে জানানো হবে।”

সম্পর্কিত