
বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টায় দেবীগঞ্জ থানা চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০৮ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম. মনিরুজ্জামান চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা কমিটির সদস্য জয়নাল আবেদিন ও বাবুল হক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ রায়, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন এবং দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন,
“আমরা একটি মানবিক ও পরিবর্তিত সমাজ গড়ে তুলতে চাই। রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতি বছর দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়। গ্রাম পুলিশের সদস্যরা তৃণমূল পর্যায়ে থেকে আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন। সেই বিবেচনায় এ বছর দেবীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।”
শীতবস্ত্র পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানান











