বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তৃণমূলের ন্যায়বিচার নিশ্চিত করতে দেবীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক সভা

 

তৃণমূলের ন্যায়বিচার নিশ্চিত করতে দেবীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক সভা

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার মোছা: রুবি আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী মোছা: অগ্নিশিখা, ৮টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ২ জন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা।

সভায় জেলা ম্যানেজার রুবি আক্তার জানান, দেবীগঞ্জ উপজেলায় গ্রাম আদালতের মাধ্যমে এখন পর্যন্ত ৩৭৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। তিনি বলেন, “গ্রাম আদালত হচ্ছে তৃণমূল পর্যায়ের জনগণের জন্য দ্রুত, সহজ ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। আমরা চাই, জনগণ যেন প্রশাসনিক জটিলতা ছাড়াই তাদের ন্যায্য অধিকার পেতে পারে।”

সভায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, শেখার বিষয়, দায়িত্ব ও করণীয়, এবং উপজেলা পর্যায়ের গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিরা গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার জন্য বিভিন্ন মতামত প্রদান করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন,
“দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ‘বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প’-এর কার্যক্রম মাঠপর্যায়ে চলমান রয়েছে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে সহজে, কম খরচে এবং দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি করা। তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীর সক্ষমতা বৃদ্ধি এবং তাদের ন্যায়বিচারে প্রবেশাধিকারের নিশ্চয়তাই এই প্রকল্পের মূল লক্ষ্য।”

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হলে গ্রামের সাধারণ মানুষ আদালতের দ্বারস্থ না হয়েই স্থানীয় পর্যায়ে তাদের সমস্যার সমাধান পেতে সক্ষম হবে। এর মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় থাকবে।

সম্পর্কিত