আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা ইউনিয়নের তমেরচৌপুতি এলাকায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরের দিকে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম। তিনি উপজেলার দক্ষিণ সির্ন্দুনা এলাকার আফছার আলীর ছেলে।
উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট সির্ন্দুনা ইউনিয়নের তমেরচৌপুতি এলাকায় অবৈধভাবে তিস্তা নদী থেকে বালু ও পাথর উত্তোলন করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার। অভিযানকালে বালু ও পাথর পরিবহনের দুটি ট্রলি জব্দ করা হয়। এ কাজে জড়িত থাকার দায়ে জাহিদুলকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তিনি দায় স্বীকার করায় আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে ট্রলি চালককে খালাস দেওয়া হয়।
হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।