সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকা সেনানিবাসের ভবন অস্থায়ী কারাগার ঘোষণা

মোঃ মকবুলার রহমান নীলফামারী প্রতিনিধি:

ঢাকা সেনানিবাসের ভেতরের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিবিসি বাংলা সুত্রে এমনটি জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাজধানীর সেনানিবাস এলাকার বাশার রোডের উত্তর পাশে অবস্থিত “এম ই এস বিল্ডিং-৫৪”-কে অস্থায়ী কারাগার হিসেবে নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই ঘোষণা অবিলম্বে কার্যকর হবে। যদিও প্রজ্ঞাপনটি জারি করা হয় ১২ অক্টোবর, বিষয়টি প্রকাশ্যে আসে আজ (১৩ অক্টোবর)।

বিশ্লেষকদের মতে, এমন সময়ে এই সিদ্ধান্ত এল যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে সম্প্রতি সেনা কর্তৃপক্ষ হেফাজতে নিয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে এই ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

সম্পর্কিত