সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে চিলমারীতে বিক্ষোভ মিছিল

মিনহাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার :

ঢাকায় শিক্ষকদের ওপর সংঘটিত বর্বরোচিত পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এই বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে কালো ব্যানার ও ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানান। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

সমাবেশে বক্তারা বলেন, “রাজধানী ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলা দেশের শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক ও অমানবিক ঘটনা। শিক্ষক জাতির বিবেক, তাদের ওপর হামলা মানে জাতির ভবিষ্যতের ওপর আঘাত।”

তারা আরও বলেন, “শিক্ষক সমাজ কোনো রাজনৈতিক দলের নয়, তারা শিক্ষা ও ন্যায়ের পক্ষে। পুলিশি হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার শিক্ষকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।”

বক্তারা সতর্ক করে বলেন, শিক্ষকদের ওপর অন্যায় আচরণ ও দমননীতি চলতে থাকলে সারাদেশের শিক্ষক সমাজ আরও কঠোর আন্দোলনের ডাক দেবে।

সম্পর্কিত