মিনহাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
ঢাকায় শিক্ষকদের ওপর সংঘটিত বর্বরোচিত পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এই বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে কালো ব্যানার ও ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ জানান। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তারা বলেন, “রাজধানী ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলা দেশের শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক ও অমানবিক ঘটনা। শিক্ষক জাতির বিবেক, তাদের ওপর হামলা মানে জাতির ভবিষ্যতের ওপর আঘাত।”
তারা আরও বলেন, “শিক্ষক সমাজ কোনো রাজনৈতিক দলের নয়, তারা শিক্ষা ও ন্যায়ের পক্ষে। পুলিশি হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার শিক্ষকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।”
বক্তারা সতর্ক করে বলেন, শিক্ষকদের ওপর অন্যায় আচরণ ও দমননীতি চলতে থাকলে সারাদেশের শিক্ষক সমাজ আরও কঠোর আন্দোলনের ডাক দেবে।