বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডোমারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল প্রমোথ সেনের, আহত ২

মোঃ মকবুলার রহমান,স্টাফ রিপোর্টার নীলফামারী:

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার বাসিন্দা প্রমোথ কুমার সেন (৫০)। সোমবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইনুলের মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নীলফামারী প্রতিদিনে প্রকাশিত তথ্য মতে এমনটি জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনাস্থলের পাশেই স্থানীয় কৃষকরা ধান কেটে পালা করে রেখেছিলেন। ঠিক সেই সময় ডিমলা থেকে বোড়াগাড়ীগামী একটি পাথরবোঝাই ট্রাক ওই ধানের পালার কাছে পৌঁছালে, বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অটোরিকশার চালক ও যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রমোথ কুমার সেনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আরও আহত হন ডিমলার বাবুরহাট এলাকার নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩৮) ও দিনাজপুর থেকে আগত যাত্রী, মৃত কাইছার আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৩)। প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে ডোমার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত চলছে। ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”

সম্পর্কিত