বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে( ৫০ বিজিবির) অভিযানে ১০০ পিজ নেশা জাতীয় ট্যাবলেট সহ আটক ১

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে ৫০ ব্যাটালিয়ান বিজিবি বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে( ৯ ডিসেম্বর) মঙ্গলবার রাতে বেলতলা নামক স্থানে একটি বিশেষ টহলদল ঠাকুরগাঁও জেলার‌ বালিয়াডাঙ্গী থানার নাগর ভিটা বিওপি বেলতলা নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ০১ জন আসামী ১০০ পিজ ভারতীয় নেশা জাতীয় টেবলেট সহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ব্যক্তি আনুয়ার হোসেন (৩৫ ), পিতা-মোঃ ইসমাইল হোসেন ,গ্রাম- রতন দিঘী, পোস্ট সমীরণগর , থানা বালিয়াডাঙ্গী জেলা- ঠাকুরগাঁও। বিগত ০৬ মাস থেকে তিনি এই কাজের সাথে জড়িত আছেন এবং ৯ ডিসেম্বর রাতে বিক্রির উদ্দেশ্যে ৩৭৭/২ এস হতে আনুমানিক ২ কিমি বাংলাদেশ অভ্যন্তরে নাগর ভিটা বিওপি বেলতলা নামক স্থানে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিত্বকে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটর বাইক সহ আজ (১০ ডিসেম্বর) বুধবার বিকেলে বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা‌ হয়েছে ।

ঠাকুরগাঁও (৫০ ব্যাটালিয়ন) এর অধিনায়ক এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

সম্পর্কিত