মোঃ সাইফুল ইসলাম,বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের হঠাৎ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পিঁয়াজুপাড়া গ্রামসহ নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
সংগঠনটি বুধবার (২২ অক্টোবর) উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে সকাল থেকে ২৫০ পরিবারকে নন-ফুড সহায়তা সামগ্রী বিতরণ শুরু করেছে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ইউনিটের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো: সাদেকুল ইসলাম ও মো: আসাদুর রহমান, ইউনিট লেভেল অফিসার খান মুহাম্মদ তাজুল ইসলাম, যুব প্রধান মো: রাকিব আল রিয়াদ, সহকারী যুব প্রধান মো: কামরুজ্জামান এবং অন্যান্য স্বেচ্ছাসেবক।
স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান মাঠে কর্মরত রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা।