বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়, ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের পাশে রেড ক্রিসেন্ট

মোঃ সাইফুল ইসলাম,বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের হঠাৎ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পিঁয়াজুপাড়া গ্রামসহ নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সংগঠনটি বুধবার (২২ অক্টোবর) উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে সকাল থেকে ২৫০ পরিবারকে নন-ফুড সহায়তা সামগ্রী বিতরণ শুরু করেছে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ইউনিটের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো: সাদেকুল ইসলাম ও মো: আসাদুর রহমান, ইউনিট লেভেল অফিসার খান মুহাম্মদ তাজুল ইসলাম, যুব প্রধান মো: রাকিব আল রিয়াদ, সহকারী যুব প্রধান মো: কামরুজ্জামান এবং অন্যান্য স্বেচ্ছাসেবক।

স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান মাঠে কর্মরত রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা।

সম্পর্কিত