রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

টি.এম.এস.এস-এর এৈ-মাসিক কার্যঅগ্রগতি পর্যালোচনা ও কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত

রাজু আহমেদ রংপুর:

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের দর্শনা আর.কে. রোডে টি.এম.এস.এস রংপুর রিজিয়ন ও রংপুর জোনের আয়োজনে এৈ-মাসিক কার্যঅগ্রগতি পর্যালোচনা ও কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন মো: শাহীন মিয়া, ডোমেইন প্রধান (অপারেশন-৪), মো: ময়নুল হক, জোন প্রধান রংপুর জোন, মো: মাহফুজার রহমান, রিজিয়ন প্রধান রংপুর রিজিয়ন, মো: খলিলুর রহমান, রিজিয়ন প্রধান মর্ডান রিজিয়ন এবং মো: এনামুল হক, প্রশাসনিক কর্মকর্তা অপারেশন-৪ রংপুর।

এৈ-মাসিক সভায় রংপুর রিজিয়নের ছয়টি শাখার সকল কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। সভায় মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের অগ্রগতি, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় বক্তারা বলেন, ক্ষুদ্র ঋণ মাইক্রোফাইন্যান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা ক্ষুদ্র ব্যবসা শুরু ও পরিচালনায় সহায়তা করে। পাশাপাশি সঞ্চয়, বীমা ও আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলছে টি.এম.এস.এস।

বক্তারা আরও উল্লেখ করেন, মাইক্রোফাইন্যান্সের লক্ষ্য হলো দারিদ্র্য দূর করা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। কৃষি ও কুটির শিল্পে ক্ষুদ্র ঋণের ব্যবহার দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

টি.এম.এস.এস একটি জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা, যা লক্ষ লক্ষ শিক্ষিত বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের জীবন ও জীবিকার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।

সভার শেষে সবার মঙ্গল কামনা করে এৈ-মাসিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত