মো:রাজু আহমেদ স্টাফ রিপোর্টার রংপুর অদ্য ১১-১০-২৫ ইং তারিখে টিএমএসএস (গঙ্গাচড়া শাখা) হতে ৩০০ টি পরিবারের মাঝে টিএমএসএস কর্তৃক জনপ্রতি ২০ কেজি করে আলু ও হাফ কেজি মুড়ি বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।জনাব মোঃ শাহিন মিয়া (ডোমেইন প্রধান) টি,এম,এস,এস রংপুর ডোমেইন মো: ময়নুল হক (প্রধান) জোন প্রদান (রংপুর জোন) মো: মাহফুজার রহমান। রিজিয়ন প্রধান, (রংপুর রিজিয়ন) এবং আর ও উপস্থিত ছিলেন টি,এম,এস,এস এর শাখা প্রধান ও স্টাফগন। টি,এম,এস,এস থেকে এই মঙ্গা সময়ে হতদরিদ্র দরিদ্ররা অনেক খুশি হয়েছে, এবং টি,এম,এস,এস। এর মঙ্গল কামনা করেছে। মোছা:নাজমা বেগম( ৫৫) তিনি বলেন এই মঙ্গার সময়ে ২০ কেজি আলু ও মুড়ি এটা গরিব মানুষের জন্য অনেক বড় সহযোগিতা।
