শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

টি,এম,এস,এস এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ

 মো:রাজু আহমেদ স্টাফ রিপোর্টার রংপুর অদ্য ১১-১০-২৫ ইং তারিখে টিএমএসএস (গঙ্গাচড়া শাখা) হতে ৩০০ টি পরিবারের মাঝে টিএমএসএস কর্তৃক জনপ্রতি ২০ কেজি করে আলু ও হাফ কেজি মুড়ি বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।জনাব মোঃ শাহিন মিয়া (ডোমেইন প্রধান) টি,এম,এস,এস রংপুর ডোমেইন মো: ময়নুল হক (প্রধান) জোন প্রদান (রংপুর জোন) মো: মাহফুজার রহমান। রিজিয়ন প্রধান, (রংপুর রিজিয়ন) এবং আর ও উপস্থিত ছিলেন টি,এম,এস,এস এর শাখা প্রধান ও স্টাফগন। টি,এম,এস,এস থেকে এই মঙ্গা সময়ে হতদরিদ্র দরিদ্ররা অনেক খুশি হয়েছে, এবং টি,এম,এস,এস। এর মঙ্গল কামনা করেছে। মোছা:নাজমা বেগম( ৫৫) তিনি বলেন এই মঙ্গার সময়ে ২০ কেজি আলু ও মুড়ি এটা গরিব মানুষের জন্য অনেক বড় সহযোগিতা।

সম্পর্কিত