নিজস্ব প্রতিবেদকঃ
কুড়িগ্রাম: আজ কুড়িগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড চর হরিকেশে একটি অত্যন্ত সফল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ।
সভায় কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী জনাব মুকুল মিয়া এবং জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা এলাকার উন্নয়ন, সামাজিক সমস্যা ও আগামী নির্বাচন বিষয়ে মুক্ত আলোচনা করেন। ড. আতিক মুজাহিদ বলেন, “জনগণের কথা শোনা এবং তাদের সমস্যা বুঝে সমাধানের পথে কাজ করা আমাদের মূল দায়িত্ব।
চর হরিকেশের উন্নয়ন আমাদের অগ্রাধিকার।”
এছাড়া জেলা প্রধান সমন্বয় মুকুল মিয়া বলেন, “ সুসংগঠিত নেতৃত্বের মাধ্যমে কুড়িগ্রামের প্রত্যেক এলাকায় শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”
সভায় এলাকার সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্ন ও চাহিদা তুলে ধরা হয়, যা দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া চেষ্টা করবেন।
এই মতবিনিময় সভা স্থানীয় জনগণের মধ্যে ভালো সাড়া ফেলে এবং আগামীতেও এরকম যোগাযোগ ও অংশগ্রহণ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরে।













