বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই গণঅভ‌্যুথ্থানে নিহত শহীদ ও আহত ১১ প‌রিবা‌রের মা‌ঝে অনুদা‌নে‌র চেক বিতরণ

মোঃ নুরুল ইসলাম,রাজবাড়ী প্রতি‌নি‌ধিঃ

জুলাই গণঅভ‌্যুথ্থা‌নে রাজবাড়ীর ৩‌ টি শহীদ ও আহত ৮সহ ১১ প‌রিবা‌রের সদস‌্যদের মা‌ঝে আর্থিক অনুদা‌নের চেক বিতরণ করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২৭ মার্চ) সকা‌ল সা‌ড়ে ১০ টার দি‌ক জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে এই অনুদা‌নের চেক বিতরণ করা হয়।

এ সময় ৩‌টি শহীদ প‌রিবারকে জেলা প‌রিষ‌দের পক্ষ থে‌কে ২ লক্ষ ক‌রে ৬ লক্ষ, মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থে‌কে এ ক‌্যাটাগ‌রি‌তে আহত ৫ প‌রিবার‌কে ২ লক্ষ ক‌রে ১০ লক্ষ ও বি ক‌্যাটাগ‌রি‌তে আহত ৩ প‌রিবার‌তে ১ লক্ষ ক‌রে ৩ লক্ষ টাকার চেক দেওয়া হয়।

‌চেক বিতরণ অনুষ্ঠা‌নে রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার এর সভাপ‌তি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন, স্থানীয় সরকা‌রের উপ-প‌রিচালক মাঝারুল ইসলাম, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) ইমরুল হাসান, সমন্ময়ক মিরাজুল মা‌জিদ তূর্জ, হা‌সিবুল ইসলাম শিমুলসহ জুলাই গণঅভ‌্যুথ্থা‌নে নিহত ও আহত প‌রিবা‌রের সদ‌সরা।

রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার ব‌লেন, জুলাই গণঅভ‌্যুথ্থা‌নে রাজবাড়ীর শহীদ ও আহত প‌রিবা‌রের সা‌থে সরকার ছিল এবং আছে। আপনারা একা না, মনে সাহস নি‌য়ে চল‌বেন।

উল্লেখ‌্য, ২০২৪ সা‌লের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গু‌লি বৃদ্ধ হ‌য়ে নিহত হন রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দির নারুয়ার ‌বিলটাকাপোড়া গ্রামের কৃষক তোফাজ্জল হোসেনের ছেলে মিরপুর সরকারি বাংলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সাগর হো‌সেন। এদি‌কে ১৯ জুলাই গুলশান শাহজাদপুর বাঁশতলায় এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় হো‌টে‌লে চাকু‌রি করা রাজবাড়ী সদর উপ‌জেলার খানখানাপু‌রের গ‌ণি শে‌খ। অন‌্যদি‌কে ২০ জুলাই সাভা‌রে দূর্বৃত্ত‌দের গু‌লি‌তে নিহত হন রাজবাড়ী কালুখালী রতনদিয়া গ্রামের মৃত মেহের শেখের ছেলে  মুর‌গি ব‌্যবসায়ী কোরবান শেখ।

সম্পর্কিত