বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন উদযাপন

মোঃকামরুজ্জামান সম্পদঃবগুড়া চারমাথা গোদারপাড়া জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কলেজের হলরুমে দোয়া পূর্বে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন
অত্র কলেজের অধ্যক্ষ মাহাবুব আলম।
সিনিয়র প্রভাষক আখতার উল আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য এ্যাডঃ রুহুল আমিন।
সভায় আরোও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নফিজ উদ্দিন, আতাউর রহমান, রফিকুল ইসলাম, আঃ রহিম, আব্দুস সবুর।
এ সময় উপস্থিত ছিলেন জৈষ্ঠ প্রভাষক আঃ মান্নান, আইনুল হক, ইকবাল হোসেন, মেহেদী হোসেন, নুরুল আলম, নাসরিন সুলতানা, নিলুফা সুলতানা, সালেহা জেসমিন জেবা, শামিমা বেগম, মাসুদা খাতুন, মাছুমা খাতুন, হাসিনা মুঞ্জিলা, শামছুজ্জোহা, জান্নাতুল ফেরদৌসীসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা এবং বঙ্গবন্ধু আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রভাষক রেদওয়ানুল হক।

সম্পর্কিত