মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকাপাড়া ৯নং ওয়ার্ডের মানসিকভাবে প্রতিবন্ধী কিশোর মাহমুদ ইসলাম (১৫) গত ০৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার সন্ধান না মেলায় দিশেহারা পরিবার ও স্থানীয়রা।
নিখোঁজ মাহমুদ ওই এলাকার মো. হানিফুর ইসলাম ও ফিরোজা বেগমের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত ৪ অক্টোবর (শনিবার) সকাল ১০টার দিকে মাহমুদ দক্ষিণ পাইটকাপাড়া কবরস্থান বাজার এলাকায় বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের ভাষ্য অনুযায়ী, মাহমুদ জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী এবং কথা বলতে পারেন না। নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত (৯ অক্টোবর) তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন।
মাহমুদের মা ফিরোজা বেগম বলেন, “আমার ছেলেটা কিছুই বুঝতে পারে না, কথা বলতেও পারে না। কেউ যদি তাকে কোথাও দেখে থাকে, দয়া করে আমাদের খবর দিন।”
পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে— যদি কেউ মাহমুদের সন্ধান পান, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করুন:
০১৮১৯-৫৬৭৭০৬
স্থানীয়রা জানান, নিখোঁজ কিশোরের সন্ধানে এলাকাবাসী ও স্বজনরা প্রতিদিন বিভিন্ন স্থানে খোঁজ চালাচ্ছেন। তারা দ্রুত মাহমুদকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন।