শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চিলমারীতে সাংবাদিক নুর আলম লাঞ্ছিত

 

আখতারুজ্জামান আসিফ, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সংবাদ সংগ্রহ করতে গিয়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ গেটে নুর আলম নামে এক গণমাধ্যম কর্মী দূস্কৃতিকারীদের হামলার শিকার হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত সাংবাদিক নুর আলম জানান, প্রতিদিনের মতো তিনি উপজেলা পরিষদ ভবনে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে গেটে পৌঁছালে কয়েকজন দূস্কৃতিকারী পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। তিনি দৈনিক দুর্নীতির তালাশ টিম ও দৈনিক আজকের খবর পত্রিকার চিলমারী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ এলাকায় বিভিন্ন দালালচক্রের স্বার্থের বিরুদ্ধে সাংবাদিক নুর আলমের অনুসন্ধানী প্রতিবেদন ও তৎপরতায় ক্ষুব্ধ হয়ে একটি কুচক্রী মহল এ হামলার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় তাকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাংবাদিক নুর আলমের ওপর হামলার ঘটনায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মমিনুল ইসলাম ও চিলমারী শাখার সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সম্পর্কিত