আখতারুজ্জামান, স্টাফ রিপোর্টার- কুড়িগ্রাম, চিলমারী:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাধাবল্লভ কালীরপাট দূর্গা মন্দিরে পূজার্তদের মাঝে মিষ্টি ও চকলেট উপহার প্রদান করেছেন কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজিবপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আমিমুল এহসান জাকী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।
এ সময় তিনি মন্দিরে আগত হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: শহিদুল ইসলাম, সভাপতি রাধাবল্লভ ১ নং ওয়ার্ড বিএনপি; আশরাফুল আলম বকুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চিলমারী উপজেলা যুবদল; আব্দুল সাত্তার, সদস্য চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবকদল; শ্রী তরুণ কান্তি বর্মন, সভাপতি রাধাবল্লভ কালীরপাট দূর্গা পূজা মন্দির কমিটি এবং শ্রী কমল কৃষ্ণ রায়, শিক্ষক।