সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চিলমারী হাসপাতালে রোগীর ভারে বিছানা ভেঙে মেঝেতে রোগী

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার:  চিলমারী সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা এক রোগীর ভারে বিছানা ভেঙে মেঝেতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কুড়িগ্রামের চিলমারী সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা এক রোগীর ভারে বিছানা ভেঙে মেঝেতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।সরকারী হাসপাতালের বিছানা ভাঙ্গার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে হাসপাতালের সার্বিক অবকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

শনিবার সন্ধ্যার সময় সরকারি হাসপাতালের মহিলা ওয়ার্ডের ২৬ নম্বর বিছানা ভেঙে যাওয়ার ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী ওই রোগীর নাম নুরনেছা বেগম (৫৫)। তিনি উপজেলার থানাহাট ইউনিউনের ফকির পাড়া এলাকার বাসিন্দা। আজ সকালে তিনি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে ভর্তি হয়েছেন।

নুরনেছা বেগম জানান, ঘাড়ব্যাথা নিয়ে আজ সকালে হাসপাতালে এসে ভর্তি হয়েছি। এরপর যখন আমাকে ওই বিছানা দেয়া হয়। তখন থেকেই নড়বড়ে অবস্থায় ছিলো। সন্ধার দিকে তার ছেলে নুর হাসান (১২) বিছানার ওপর বসলে ভেঙে পড়ে যায়। এসময় সামান্য ব্যাথা পান বলে জানান তিনি।

তবে হাসপাতালের সার্বিক অবকাঠামোর এমন অবস্থা হওয়ায় অনেকেই নানা ধরনের প্রশ্ন তুলছেন।

এবিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম জানান, ছুটিতে থাকায় বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখতেছি।

সম্পর্কিত