মিজানুর রহমান মিজানঃ
কুড়িগ্রামের চিলমারীতে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ বন্ধে উপজেলা যুব প্লাটফর্ম সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ৬ ইউনিয়নের সদস্যদের নিয়ে বাল্যবিয়ে, জোরপূর্বক বিবাহ বন্ধ, নারী ও শিশু সুরক্ষায় যুব সদস্যদের করনীয়, তাদের দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধক কাজে সুযোগসহ নানান বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা যুব প্লাটফর্ম সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিসসহকারী আনোয়ারুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের টেকনিক্যাল অফিসার আব্দুল মমিন হোসেন, ইউনিয়ন ফেসিলিটেটর বিবেকানন্দ বিশ্বাস, শাহ আলম, সুজিত কুমার সরকার প্রমুখ।
চাইল্ড নট ব্রাইড প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে আর্থিক ও কারিগরি সহযোগিতা করে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।











