বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চিলমারীতে ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে তৃণমূলের প্রার্থী আতিকুর

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম -৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মোঃ আতিকুর রহমান খান চিলমারী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চিলমারী ইউনিয়নে বিভিন্ন কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন।

শুক্রবার (২২, ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবড়িশাল, শাখাহাতি, বৈলমনদিয়ার খাতা,তেলি পাড়া, বজরা দিয়ার খাতাসহ বিভিন্ন এলাকার জনগনের সাথে কুশল বিনিময় করে সোনালী আশ মার্কার ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি।

সরেজমিনে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনি প্রচার-প্রচারণা। প্রার্থীসহ কর্মীরা লিফলেট নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তৃণমূল বিএনপির প্রার্থী আতিকুর রহমান খান।

এ সময় ইসমাইল হোসেন, বাবুল মিয়া, মোস্তাফিজুর রহমান, রাসেলসহ অনেকে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত