হাসান আলী (সবুজ):
আরডিআরএস বাংলাদেশ চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট (সিএনবি) প্রকল্প কর্তৃক আয়োজিত প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় ০৫-০৭ আগস্ট, ২৫ ইং ৩ দিনব্যাপী কুড়িগ্রাম জেলার রৌমারী,রাজীবপুুর, চিলমারী, উলিপুর, রাজারহাট এবং কুড়িগ্রাম সদরসহ মোট ৬ টি উপজেলার ২০টি যুব সংগঠনের দুজন করে সদস্য সহ মোট ৪০ জন যুব সদস্যকে ইনোভেশন ল্যাব প্রশিক্ষণ প্রদান দেয়া হয় । এ প্রশিক্ষণে যুবদের ইউনিয়ন পর্যায়ে কিভাবে প্রজেক্ট প্রোপোজাল তৈরি এবং বিভিন্ন সরকারি,বেসরকারি দপ্তরে পাঠাতে হয় তার পরিপূর্ণ ধারনা প্রদান করা হয়। এই প্রশিক্ষণে যুবরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদাত হোসেন, উলিপুর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান শাহ, আরডিআরএস বাংলাদেশ সিএনবি প্রকল্পের কো-অর্ডিনেটর অলিক রাংসা,টেকনিক্যাল অফিসার আব্দুল মমিন হোসেন, সিনিয়র অ্যাকাউন্ট অফিসার শফিকুল ইসলাম,ফারজানা ফৌজিয়া,মিনহাজুল চৌধুরীসহ আরো অনেকেই।













