সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ-২ এর নমিনেশন প্রত্যাশী তারিক আহমদের ৩১”দফার লিফলেট বিতরন ও মোটরসাইকেল শোডাউন

জাকির হোসেন সনি,স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ ৩১ দফার লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন এবং পথসভা করেছেন।
শনিবার বিকেলে মোটরসাইকেলের এক বিশাল বহর গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খোয়ারমোড় থেকে শুরু করে ভোলাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ এ দুই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলাহাট উপজেলার ফুটানিবাজারে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারিক আহমদ বলেন, দলের দুঃসময়ে এ অঞ্চলের নেতা কর্মীদের পাশে থেকে কাজ করেছি, বিগত আওয়ামী স্বৈরাচারী শাসনামলে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। পাশাপাশি আমাকে করতে হয়েছে কারাবরণ । তাই সার্বিক দিক বিবেচনা করে এ অঞ্চলের মানুষের ভাগ্যন্নোয়নে ও সার্বিক উন্নয়নে কাজ করতে দল আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন বলে প্রত্যাশা রাখি।
তারিক আহমদ আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সর্বস্তারের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। এ সময়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ-সহযোগি সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক ফেস্টুন,ব্যানার, ধানের শীষ ও
দলীয় পতাকা নিয়ে অংশ নেন।

সম্পর্কিত