শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাস কাউন্টারে বিআরটিএ’র অভিযান

মাহিদুল ইসলাম ফারহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আজ ৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায়  পবিত্র ঈদ-উল ফিতর-২০২৫ উপলক্ষ্যে, যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করা এবং বাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধ করার লক্ষ্যে বাস কাউন্টারে বিআরটিএ, চাপাইনবাবগঞ্জ সার্কেল কর্তৃক ভিজিলেন্স টিম এর মনিটরিং কার্যক্রম গ্রহণ করা হয়।

উক্ত কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অনুজ চন্দ মহোদয়। পুলিশ বিভাগ, সড়ক পরিবহন মালিক গ্রুপ প্রতিনিধি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: শাহজামাল  হক ও কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

বাস কাউন্টারে অভিযান পরিচালনা শেষে শহরের অক্ট্রয় মোড় এবং বিশ্বরোড মোড়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অনুজ চন্দ মহোদয় মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিআরটিএ এবং পুলিশ বিভাগ সার্বিক সহযোগিতা করেন।

সম্পর্কিত