নিজস্ব প্রতিবেদকঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭ কুড়িগ্রাম ২ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদ অঙ্গীকার করেছেন, কুড়িগ্রামের চরাঞ্চলকে পিছিয়ে পড়া জনপদ নয়, বরং সম্ভাবনাময় নদীঘেরা দীপ হিসেবে গড়ে তোলা হবে।
পরিকল্পিত চর উন্নয়ন, নদীভাঙন রোধ এবং টেকসই অবকাঠামো গড়ে তুলে চরবাসীর নিরাপদ বসবাস নিশ্চিত করা হবে।
চরকে কেন্দ্র করে পর্যটন শিল্প, নদীভিত্তিক অর্থনীতি, কৃষি ও কুটির শিল্প বিকাশের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। চর অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও ডিজিটাল সুবিধা সম্প্রসারণ করে মানুষের জীবনমান উন্নয়নই হবে প্রধান লক্ষ্য।
এই উন্নয়ন হবে পরিবেশবান্ধব, মানবিক ও অংশগ্রহণমূলক। চরবাসীই হবে এই পরিবর্তনের অংশীদার। কুড়িগ্রামের চর আর বঞ্চনার নাম নয়—চর হবে উন্নয়ন, আত্মমর্যাদা ও নতুন সম্ভাবনার প্রতীক।











