বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোসাইগঞ্জ স্কুল এ্যান্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন”

মোঃমকবুলার রহমান ,স্টাফ রিপোর্টার নীলফামারী:

গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও দেশপ্রেমের মধ্য দিয়ে পালিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়, যাতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

দিনের শুরুতেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফারুক হোসেন, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলনের পর ভাষা শহীদদের স্মরণে এক শোকযাত্রা আয়োজন করা হয়, যা গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শোকযাত্রা শেষে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকেরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে ভাষা শহীদদের আত্মার চিরশান্তি কামনা ছাড়াও মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার শপথ গ্রহণ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ ফারুক হোসেন। তিনি তাঁর বক্তব্যে বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার চেতনা জাগ্রত রাখার আহ্বান জানান। তিনি বলেন, “ভাষা আন্দোলনের মাধ্যমে অর্জিত আমাদের মাতৃভাষার গৌরব ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে তারা মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হয় এবং এর সঠিক ব্যবহারে সচেতন থাকে।”

দিনের কর্মসূচি শেষে একুশে ফেব্রুয়ারির চেতনাকে হৃদয়ে ধারণ করার প্রতিজ্ঞার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ভাষা শহীদদের আত্মত্যাগের মহান আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সম্পর্কিত