বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষায় অসদুপায় ও দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ শিক্ষক ও ১ কেন্দ্র সচিব বহিষ্কার, ৫ শিক্ষার্থীও দণ্ডিত

রুহুল আমিন, স্টাফ রিপোর্টার, গোবিন্দগঞ্জঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় গণিত বিষয়ের পরীক্ষায় দায়িত্বে অবহেলা এবং তথ্য গোপনের অভিযোগে ৭ জন শিক্ষক ও এক কেন্দ্র সচিবকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ৩টি কেন্দ্র থেকে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
আজ সোমবার অনুষ্ঠিত গণিত বিষয়ের পরীক্ষা শেষে গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১৯টি কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা খাতা জমা নেয়ার সময় একটি খাতা কম পান। যাচাই-বাছাই শেষে দেখা যায়, চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের রোল নম্বর ৮১৯৯৭৪-এর শিক্ষার্থী রেজওয়ান প্রধানের খাতা অনুপস্থিত। বিষয়টি কেন্দ্র সচিব ননী গোপাল রায় তাৎক্ষণিকভাবে মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ১৯ নম্বর কক্ষে দায়িত্বপ্রাপ্ত কালিতলা এস এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম, কোচাশহর উচ্চ বিদ্যালয়ের পরেশ চন্দ্র বর্মণ, বর্ধনকুঠি পাইলট উচ্চ বিদ্যালয়ের মোস্তাফিজার রহমান এবং নুরুন নবীকে বহিষ্কার করা হয়।
অন্যদিকে, গণিত বিষয়ের শিক্ষক হয়েও বিষয়টি গোপন করে গণিত পরীক্ষায় দায়িত্ব পালন করায় বগুলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ইবনে কাওসার, ওয়াহেদা সুলতানা এবং সরদারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জমশেদ আলীকেও বহিষ্কার করা হয়েছে।
এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব ননী গোপাল রায়কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি জানান, অভিযুক্ত শিক্ষকরা তাদের বিষয় উল্লেখ না করে ডিউটি নিয়েছিলেন, যা পূর্বে জানা ছিল না। খাতা হারানোর ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এদিকে, উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে অসদুপায় অবলম্বনের দায়ে নাকাইহাট কেন্দ্র থেকে আখিতারা আক্তার, কামদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অনন্ত চন্দ্র বর্মণ, এবং পিয়ারাপুর আইজিএম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে রনবীর রূপক, আরাফাত জমাদার ও ইমরান হোসাইনকে বহিষ্কার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে দায়িত্বে অবহেলা ও নীতিবহির্ভূত আচরণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সম্পর্কিত