বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

খুলনায় ট্রাকচাপায় নিহত ১

রুশাইদ আহমেদ: খুলনা নগরীর কেডিএ অ্যাভিনিউতে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম শ্রীধর বিশ্বাস (৬০)। তার বাড়ি খুলনা জেলার তেরখাদা উপজেলার সাচিয়াদহ বাজারে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (০৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সিটি করপোরেশনের বর্জ্যবাহী একটি ডাম্প ট্রাক নগরীর কেডিএ অ্যাভিনিউতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ওই বৃদ্ধকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, নগরীর সাতরাস্তা মোড় থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত