শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে ৩২.৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

শাহিনুল ইসলাম লিটনঃ

কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাতভর অভিযান পরিচালনা করে নাগেশ্বরী ১নং নেওয়াসি ইউনিয়নের গাগলা বলদীটারী (মাস্টারপাড়া) গ্রামস্থ মাদক কারবারি মোঃ মফিজুল ইসলাম (৪০) কে তার নিজ বাড়ী হতে ৩২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। প্রযুক্তিগত উৎকর্ষতা, দীর্ঘদিন পর্যবেক্ষন, সম্মানিত নাগরিকদের তথ্যের ভিত্তিতে পুলিশের এই টিম এই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

সম্পর্কিত