মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

কুড়িগ্রাম:

মামলার এজাহার সুত্রে জানা গেছে, ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা গ্রামে ২০১৩ সালে মুকুল মিয়ার বাড়ি ফাঁকা থাকার সুযোগে একই গ্রামের শফিউল আলম ফুলবাড়ি জছিমিয়া সরকারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ঘরে ঢুকিয়ে হাত দিয়ে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে। সে গুরুতর অসুস্থ হয়ে চিৎকার করলে তার মা দৌড়ে এসে পড়লে শফিউল আলম পালিয়ে যায়। ঐ সময় তার বাবা ফুলবাড়ি থানায়  একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ৫।

দীর্ঘ ১২ বৎসর মামলা চলমান থাকার পর গতকাল ২৯ শে জুলাই বিকেলে কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস ধর্ষক শফিউল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

দেরিতে হলেও মামলা তদন্ত সাপেক্ষে এরকম জঘন্যতম অপরাধের রায়ে কুড়িগ্রাম জেলাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

মামলার এ্যাডভোকেট ও পিপি মিজানুর রহমান জানান, মানুষ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বর্তমানে সমাজে সঠিক ও ন্যায়বিচার পাচ্ছে।

সম্পর্কিত