বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদকঃ

আজ ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়।

দিনের শুরুতেই ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার  ফজলে রাব্বি, পিপিএম মহোদয়। এছাড়াও জেলা প্রশাসন সহ সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও সর্ব স্তরের সম্মানিত নাগরিকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত