বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ

সারা দেশে সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলায় ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি সংগঠনটির নবম আহ্বায়ক কমিটি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে কুড়িগ্রাম জেলা শাখার কমিটি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ ও সেক্রেটারি মুঈনুল ইসলাম ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেছেন।

ঘোষিত কমিটিতে লোকমান হোসেন লিমনকে আহ্বায়ক এবং খন্দকার আল ইমরানকে সদস্য সচিব করা হয়েছে। সাকিব মিয়াকে মুখ্য সংগঠক ও জান্নাতুল ফেরদৌস মিমকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া তাইজুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আবু হায়দার রনিকে যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হোসাইন সোহান। যুগ্ম সদস্য সচিব হিসেবে আতাউর রহমান আতা, মোহাইমিনুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস যুথিসহ একাধিক নেতাকর্মী রয়েছেন।

কমিটির কাঠামো অনুযায়ী এতে ১ জন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১ জন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ৬ জন যুগ্ম আহ্বায়ক, ১১ জন যুগ্ম সদস্য সচিব, ২৪ জন সংগঠক এবং ২০ জন সাধারণ সদস্য রয়েছেন। মুখপাত্র, সংগঠক ও সাধারণ সদস্য পদে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় নেতারা জানান, এই আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কুড়িগ্রাম জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করাই এ কমিটির প্রধান লক্ষ্য।

সম্পর্কিত