আখতারুজ্জামান আসিফ, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রাম জেলা সদরের ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় একদিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘কৃষক স্বপ্ন’ এর উদ্যোগে অনুষ্ঠিত এ মেলায় অংশ নেন প্রায় ৪০ জন উদ্যোক্তা।
মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নারী ও পুরুষ উদ্যোক্তারা প্রায় ১০০ রকমের পণ্য প্রদর্শন করেন। দিনব্যাপী মেলায় সাধারণ দর্শনার্থী, শরণার্থী পরিবারের সদস্য, বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা ঘুরে ঘুরে স্টলগুলো পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। তারা উদ্যোক্তাদের পণ্য উৎপাদন, ব্র্যান্ডিং, বাজারজাতকরণসহ ব্যবসা সম্প্রসারণে করণীয় নানা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
মেলার আয়োজকেরা জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের সরাসরি কৃষকের সাথে সম্পৃক্ত করা এবং স্থানীয় পণ্যের প্রচার–প্রসারই ছিল এই মেলার মূল উদ্দেশ্য। উদ্যোক্তারা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান।













