বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫৩ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল জব্দসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন ভাঙ্গামোড় ইউনিয়নের খড়িবাড়ি বাজার এলাকা থেকে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকার মোঃ রাজিব সরকার, মোঃ আব্দুল আলিম (২৫) ও রংপুর পীরগঞ্জ থানাধীন মাদরপুর এলাকার মোঃ আব্দুস সালাম (৩৩) দেরকে ১৫৩ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ইন্সপেক্টর ক্রাইম মোঃ মাসুদ রানা বলেন ফুলবাড়ী থানা এলাকায় ১৫৩ নোতল ফেন্সিডিল ও ৩ টি মোটরসাইকেল জব্দসহ সহ গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

সম্পর্কিত