মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪০০ বোতল ইস্কাফ সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ইস্কাফসহ ১ জন মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছ নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- নাগেশ্বরী থানাধীন হিরারকুটি এলাকার মোছাঃ রিনা বেগম (৩৫)।

গত রবিবার (২৬ অক্টোবর ২০২৫ খ্রি.সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় গ্রেফতারকৃত মাদক কারবারি মোছাঃ রিনা বেগম (৩৫) কে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন নাগেশ্বরীতে গ্রেফতারকৃত মাদক কারবারি রিনা বেগম এর নিজ বসতবাড়ি হতে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু কহয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।

সম্পর্কিত