শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুড়িগ্রামের উলিপুরে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শাহিনুল ইসলাম লিটনঃ

বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। আরডিআরএস বাংলাদেশ-এর কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় আয়োজিত এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ফেডারেশনের অনগ্রসর সদস্যরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি নয়ন কুমার সাহা তার বক্তব্যে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
কুড়িগ্রামের উলিপুরে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতবক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ লুৎফর রহমান। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ নুরুল ইসলাম। এছাড়াও যুব উন্নয়ন, সমবায় ও মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তাগন বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে কর্মশালায় বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশের প্রতিনিধি সিডিএস বুলেট মোহন্। সিডিএস ধনেশ্বরী রানী।টিও ফিরোজ বুলবুল প্রমূখ।

সম্পর্কিত