শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শুক্রবার, ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কাশ্মীরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক”

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বুধবার (২৩ এপ্রিল) জম্মু-কাশ্মীরের এ হামলায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎও করেন তিনি। পাশাপাশি, পেহেলগাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈসারণ এলাকাও তিনি পরিদর্শন করেন। খবর বিবিসির।বৈসারণ এলাকায়ই মঙ্গলবার বন্দুকধারীরা হামলা চালায়। এ ঘটনায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২৬ জন।

এদিকে, কংগ্রেস এমপি কেসি ভেণুগোপালও নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রীনগর গিয়েছেন।সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। সারা দেশের আপামর জনসাধারণ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে।এদিকে, পহেলগামে হামলার পর অনেক পর্যটক-ই এখন কাশ্মীর ছাড়ার চেষ্টা করছেন। শ্রীনগর বিমানবন্দরের ট্যুর অপারেটররা জানিয়েছেন, পহেলগাম হামলার পর দেশি পর্যটকরা কাশ্মীর ছাড়ার জন্য তাড়াহুড়ো করছেন। অনেক গাড়ি এখন বিমানবন্দরের দিকে আসছে।

সম্পর্কিত