বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কালীপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৩ দিন বন্ধ

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার সকাল থেকে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

তবে চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান বলেন, কালীপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।

বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, প্রতিবছর কালীপূজার সময় ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ কার্যক্রম বন্ধ থাকে। এ বছরও একইভাবে তিন দিন বন্দর বন্ধ রয়েছে।

তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকার কথা জানিয়েছেন বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ওসি আশরাফুল ইসলাম।
বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলছেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরে অন্যান্য কার্যক্রম চালু থাকবে।

সম্পর্কিত