আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার সকাল থেকে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
তবে চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান বলেন, কালীপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।
বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, প্রতিবছর কালীপূজার সময় ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ কার্যক্রম বন্ধ থাকে। এ বছরও একইভাবে তিন দিন বন্দর বন্ধ রয়েছে।
তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকার কথা জানিয়েছেন বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ওসি আশরাফুল ইসলাম।
বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলছেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরে অন্যান্য কার্যক্রম চালু থাকবে।