শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কালাইয়ে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলা‌র একজন আসামি গ্রেফতার

মোঃ সারোয়ার হোসেন অপু,নওগাঁ প্রতিনিধি:গত ০৪ জানুয়ারি বৃহস্পতিবার আনুমানিক ৭ টায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে জয়পুরহাট জেলার কালাই থানাধীন পুনট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার নামীয় একজন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আতিক (১৮), পিতা-মোঃ মাসিদুল ইসলাম, গ্রাম-রাধানগর, থানা-সিংড়া, জেলা-নাটোর ।

মামলার বিবরণে জানা যায়, গত ৩০/১২/২০২৩ ইং ৪ ঘটিকায় জৈনকা মোছাঃ জিদনী (৬) কে খাবারের লোভ দেখিয়ে গ্রেফতারকৃত আসামী আতিক তার নিজ শয়ন কক্ষে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টার এক পর্যায়ে মোছাঃ জিদনী কৌশলে ঘর থেকে বের হয়ে আসে। এ ঘটনায় সিংড়া থানায় একটি ধর্ষণ মামলা রুজু হলে আসামী আতিক আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে ০৪/১/২০২৪ তারিখ আসামী আতিককে জয়পুরহাট জেলার কালাই থানাধীন পুনট এলাকায় আত্মগোপনে থাকাকালে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত