বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কালাইয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও লিফলেট বিতরণ

সুকমল চন্দ্র বর্মন (পিমল),উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটের কালাইয়ে গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

গণমিছিলে অংশ নিয়ে গোলাম মোস্তফা বলেন, “জয়পুরহাট কৃষি প্রধান এলাকা। আমি সব সময় কৃষককে রাজনীতির কেন্দ্রবিন্দুতে দেখতে চাই। আগামী নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, তবে কৃষক যাতে ফসলের ন্যায্য দাম পান—সেটি নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কালাই উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন,“তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, এটি কৃষি, শিল্প, শিক্ষা ও কর্মসংস্থানভিত্তিক একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার পরিকল্পনা। আমরা চাই ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যাতে প্রত্যন্ত অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষ উন্নয়নের প্রকৃত সুফল পান।”

গোলাম মোস্তফা অভিযোগ করেন, “বর্তমান সরকারের সময় কৃষি ইনপুটের দাম বেড়েছে, অথচ উৎপাদিত ফসলের দাম কৃষক পাচ্ছেন না। এতে কৃষি নির্ভর পরিবারগুলো দারিদ্র্যের ফাঁদে পড়ছে। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য সহায়ক নীতি গ্রহণ করা হবে—সার, বীজ, কীটনাশক ও সেচে ভর্তুকি বাড়ানো হবে।”
গণমিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি কালাই বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান তালুকদার। বক্তব্য দেন অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুন, অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক, আব্দুস সবুর, মামুনুর রশীদ সরকার, তৌফিকুল ইসলাম মাস্টার, মোজাফফর হোসেন তালুকদার, এফতাদুল হক, রেজাউল ইসলাম, নুরজাহান হ্যাপি, লিলি বেগম ও রাইসুল আলম রিপন প্রমুখ।

বক্তারা বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, কৃষি ও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, এবং ভোটাধিকার ফিরিয়ে আনা—এই তিনটিই বিএনপির ৩১ দফা রূপরেখার মূল লক্ষ্য।”

সম্পর্কিত